হুনেন ভাই একটা গল্প বলি….
দুনিয়াতে এতকিছু ঘটছে কিন্তু কিছুই মানুষের মাথায় থাকছেনা একের পর একটা ঘটনা আরেক নতুন ঘটনার আড়ালে চাপা পড়ে যাচ্ছে…!
স্কুল জীবনের ১০টা বছর কোন বান্ধবির সাথে তেমনভাবে কথা বলার সাহস আমার হয়নি!আর কোন বান্ধবীও আমার সাথে সেজে কথা বলতে আসলো না!
কেননা তারা আমার কাছ থেকে অ্যাটেনশন না পেলেও অন্যরা ঠিকই হুমড়ি খেয়ে অ্যাটেনশন দিবে!
উদাহরণ স্বরুপ ২০১৭ থেকে আমি প্যাঁচালের মোটামুটি নিয়মিত সদস্য ছিলাম!
কতগুলা লেখা সমকালের সাপ্তাহিক পত্রিকা প্যাঁচালে আসলো একদিন স্কুলের একটা বন্ধু কিংবা স্যার কেউ কোন রেসপন্স করলো না!
আর আনিকা মুস্তারী আমার বান্ধবী একটা ছোট গল্প লিখে রিতিমত স্কুলে পাবলিক ফিগারের তামাকা পেয়ে গেলো!আরে ভাই ক্লাস ছিক্স এর বাচ্চারাও জানলো!আর আমি?
ওই শোক কেটে ওঠার পরপর আরেক ঘটনা!
আমার তখন ফেসবুক আইডিতে ৪হাজারের মত ফ্রেন্ড!সারাদিনেও একটা মেসেজ দিয়ে কেউ খোজ নিতো !জানের বন্ধু বালের বন্ধু কেউ দিতোনা!
আর একটা ফেক আইডি খোলার সাথে সাথে যা দেখলাম রাষেল বাঈ এডা দেখার জন্য সত্যি প্রস্তুত ছিলাম না!
হালার আইডি খোলার ১ঘন্টাতেই ১৫০০+ফ্রেন্ড রিকু আসা শেষ!
আর প্রতিক্ষনেই hi,hlw,baby,apu,kmn aso? এসব মেসেজে ভরা!
আরে ভাই ছেলেরা কি দোষ করছে?
মেয়েদের এভাবে গুরুত্ব দেই কেন আমরা?
ওদের হাইলাইট করার পিছনে কী লিঙ্গ বৈষম্য দেখেন না?তখন চোখে পর্দা থাকে?
আরে ভাই মাঝে মাঝে মনডা চায়,(শুনতে খারাপ লাগলেও সত্যি)আমার দন্ভটা কাইট্টা ফুঁটো করে নেই!(যে ছেলে ভয়ে হাসপাতালের চত্তরে যাইতে ভয় পায়) আর ক্লিন সেভ করে লিপস্ট্রিক আর মেকাপ নেই!
হালার পুত!
তোদের কপালে জুতার বারি!
তোরা বুক উঁচা দেখলেই হাইলাইট করোস!
ধুর ভাই যা তো!